সিঙ্গাপুরের আন্তর্জাতিক সম্মেলনে রাবি উপাচার্য

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২; সময়: ৪:২০ অপরাহ্ণ |
সিঙ্গাপুরের আন্তর্জাতিক সম্মেলনে রাবি উপাচার্য

জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ‘গোয়িং গ্লোবাল এশিয়া প্যাসিফিক কনফারেন্সে’ অংশ নিতে ৪ দিনের সফরে সিঙ্গাপুর গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। রবিবার সকালে তিনি বিমানযোগে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হন। বিশ^বিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে এই তথ্য জানান।

তিনি আরও জানান, এই সম্মেলনটি ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সিঙ্গাপুর সিটিতে অনুষ্ঠিত হবে। এতে আগামী ৩০ নভেম্বর রাবি উপাচার্য ‘বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) বিষয়ে লিঙ্গসমতা’ শীর্ষক এক প্যানেল আলোচনায় অংশ নেবেন। এতে শিক্ষা ও নারী শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন উপাচার্য।

উপাচার্যের সঙ্গে আরও আলোচনা করবেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের অনারারি অধ্যাপক রোহিনী গডবোল (পদ্মশ্রী), মালেশিয়ার মালায়া বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ভাইস চ্যান্সেলর ড. ইয়াতিমাহ আলিয়াস, যুক্তরাজ্যের এডিনবার্গ নেপিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক এন্ড্রেয়া নোলান, জাপানের কিয়ুশু বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এন্ড ডাইভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ড. নাতালিয়ে কোনোমি।

আয়োজক সূত্রে জানা যায়, আন্তর্জাতিক শিক্ষার ক্ষেত্রে জ্ঞানের বিস্তৃতিতে নেতাদের জন্য একটি কৌশলগত ফোরাম প্রণয়ন এবং বিশ্বব্যাপী উচ্চশিক্ষার ভবিষ্যতকে নতুন রূপ দিতে একটি বৈশ্বিক নেটওয়ার্ক তৈরির জন্য এ সম্মেলন আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে