চীনে লকডাউন বিরোধী বিক্ষোভ

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২; সময়: ১০:৫৫ পূর্বাহ্ণ |
চীনে লকডাউন বিরোধী বিক্ষোভ

পদ্মাটাইমস ডেস্ক : নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় চীনের অনেক এলাকায় লকডাউন দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ থাকায় বিক্ষোভ চলছে বিভিন্ন শহরে।

সংবাদমাধ্যমগুলো বলছে, লকডাউনের মাঝে পশ্চিম জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকি শহরের একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকান্ডে ১০ জন নিহত হওয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে।

করোনা মহামারির কারণে আরোপিত লকডাউন তুলে নেওয়ার দাবিতে স্থানীয়রা এ বিক্ষোভ করেন। অভিযোগ আছে, জিনজিয়াংয়ে যে অগ্নিকান্ড ঘটেছিল, লকডাউন না থাকলে এতে প্রাণহানি আরও কম হতো। দগ্ধদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হতো। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা রাতে মাস্ক পরে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।

শনিবার শহরটিতে এই বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। এসময় সরকারের নেয়া জিরো কোভিড নীতির ওপর ক্ষোভ ঝেড়ে সংক্রমণ ঠেকাতে বিকল্প পদক্ষেপ গ্রহণের দাবি জানান আন্দোলনকারীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিক্ষোভকারীদের জিনজিয়াংয়ের রাজধানী উরুমকির রাস্তায় ও নগর ভবনের সামনে বিক্ষোভ করতে এবং তাদের ‘লকডাউনের অবসান চাই’ স্লোগান দিতে দেখা যায়।

শুক্রবারও (২৫ নভেম্বর) চীনে নতুন করে ৩৫ হাজার মানুষ করোনা শনাক্ত হন। এতে মহামারি শুরুর পর একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হলো দেশটিতে।

ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে নতুন করে ছড়িয়ে পড়া করোনা প্রতিনিয়ত রেকর্ড ভাঙছে। এ অবস্থায় নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বেইজিংয়ের স্কুল-কলেজ ও ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা করেছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। তবে এ সিদ্ধান্তে ভোগান্তি পোহাতে হচ্ছে বলেই আন্দোলনে নেমেছেন বলে জানান চীনের বাসিন্দারা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে