বিশ্বের উন্নত অনেক দেশের তুলনায় বাংলাদেশের মানুষ ভালো আছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২; সময়: ৬:৪৩ অপরাহ্ণ |
বিশ্বের উন্নত অনেক দেশের তুলনায় বাংলাদেশের মানুষ ভালো আছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় উপজেলার চকরাজাপুর ইউনিয়নের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ, দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত ভবন, মন্দির-শশ্মানের উন্নয়নমূলক কাজসহ বাউসা ইউনিয়ন আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৬-১১-২০২২) এসব কাজের উদ্বোধন ও ভাঙনে ক্ষতিগ্রস্ত ৪৮টি পরিবারের মাঝে ২৪ লক্ষ টাকার চেক বিতরণ করেন,অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি (বাঘা-চারঘাট)।

এসময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন কোনভাবেই থেমে থাকেনি। সুখে-দুঃখে মানুষের পাশে আছে বাংলাদেশ আওয়ামীলীগ। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বিশ্বের উন্নত অনেক দেশের তুলনায় বাংলা দেশের মানুষ ভালো আছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, পদ্মার ভাঙন রক্ষায়, ৭২২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু হয়েছে। নদী ড্রেজিং এর কাজ শুরু হবে। কাজ শেষ হলে নদী ভাঙন আর থাকবে না।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য প্রতিমন্ত্রী বলেন, সকলকেই দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করে আওয়ামী লীগের সকল কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। বিএনপির উদ্দেশ্য বলেন, জনসভার অনুমতি পেয়ে কয়েকটি বিভাগীয় সমাবেশ তারা করেছে। কিন্তু আওয়ামী লীগ যশোরের সমাবেশে যে লোক দেখিয়েছে,বিএনপি কয়েকটি সমাবেশ মিলে তা দেখাতে পােিরনি।

চেক বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। ইউপি চেয়ারম্যান ডিএম বাবুল দেওয়ান বলেন,উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলসহ দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে