বীর মুক্তিযোদ্ধাকে তেলপাম্পের অনুমোদন না দেয়ার অভিযোগ 

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২; সময়: ৬:০২ অপরাহ্ণ |
বীর মুক্তিযোদ্ধাকে তেলপাম্পের অনুমোদন না দেয়ার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার ঈশ্বরদীর বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে তেল পাম্পের অনুমতি প্রদানে দেশের সর্বোচ্চ আদালতের রায় পেলেও পদ্মা ওয়েল কোম্পানীর বিরুদ্ধে অনুমতি না দেয়াসহ নানা হয়রানীর অভিযোগ উঠেছে।

শনিবার বেলা ১০ টায় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া মোড়ে অবস্থিত দেওয়ান ফিলিং স্টেশনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাম্পের মালিক দেওয়ান আমজাদ হোসেন। তিনি বলেন, ২০১৪ সালে প্রজ্ঞাপন জারীর পর তিনি পদ্মা ওয়েল কোম্পানীর কাছে তেল পাম্পের জন্য আবেদন করেন। দাপ্তরিক সকল কার্য সম্পন্ন করলে বিষয়টি উচ্চতর আদালতে গড়ায়। তিনি দেশের সর্বোচ্চ আদালতের সকল রায় লাভ করলেও অজ্ঞাত কারনে অনুমতি প্রদানে নানা হয়রানীর শিকার হচ্ছেন পদ্মা ওয়েল কোম্পানীর মাধ্যেম। তিনি এ বিষয়টির সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, সাইদুল ইসলাম সরদার মান্না, মমতাজুল হক, আব্দুল করিম, সিদ্দিকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন আফজাল, বীরমুক্তিযোদ্ধা সানাউল্লাহ বিশ্বাস প্রমুখ।

এ ব্যাপারে পদ্মা ওয়েল কোম্পানীর মহাব্যবস্থাপক (বিপপন) নুমান আহমেদ তাপাদার বলেন, তার কাগজপত্র আমরা দেখেছি। কাগজপত্রে কোন জটিলতা নেই। সেই কারনেই তিনি পাম্পের অবকাঠামো নির্মাণ করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার পরামর্শ দেন।

সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আবু সালেহ ইকবালের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে