মান্দায় কর্মসংস্থান কাজের উদ্বোধন

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২; সময়: ৫:৫৬ অপরাহ্ণ |
মান্দায় কর্মসংস্থান কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় কুসুম্বা ইউনিয়নের চককানু গ্রামের রাস্তায় এ কাজের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, কুসুম্বা ইউনিয়ন চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, ইউপি সদস্য মমতাজ মুক্তি, মোবারক হোসেন প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানান, কর্মসংস্থান কর্মসূচি কাজের জন্য উপজেলার ১৪ ইউনিয়নে এবারে ২ হাজার ৫৭ জন শ্রমিক নিয়োগ করা হয়েছে। এসব শ্রমিকের মাধ্যমে ৬৮টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এতে প্রত্যেকদিন কাজের বিপরীতে একজন শ্রমিক ৪০০ টাকা করে মজুরী পাবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে