গোয়ায় দ্যুতি ছড়াচ্ছেন চঞ্চল-ফারিয়ারা

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২; সময়: ১০:২৬ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
গোয়ায় দ্যুতি ছড়াচ্ছেন চঞ্চল-ফারিয়ারা

পদ্মাটাইমস ডেস্ক : গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দ্যুতি ছড়াচ্ছেন বাংলাদেশি তারকারা। লাল গালিচায় হেঁটেছেন চঞ্চল চৌধুরী, নুসরাত ফারিয়া, আফসানা মিমিসহ আরও কয়েকজন। হাসিমুখে একাধিক গ্রুপ ছবিও তুলেছেন তারা। সেখানকার দর্শকের মধ্যে বাংলার এই তারকাদের নিয়ে ছিল বাড়তি আগ্রহ।

উৎসবের লাল গালিচায় বাঙালি সংস্কৃতির প্রতিনিধিত্ব করেছেন নুসরাত ফারিয়া-আফসানা মিমি। দুজনেই গায়ে জড়িয়েছিলেন শাড়ি। অন্যদিকে চঞ্চল চৌধুরী সবুজ রঙের পাঞ্জাবি পরেছিলেন।

নুসরাত ফারিয়া অভিনীত ‘পাতালঘর’ সিনেমাটি প্রদর্শিত হয়েছে। এ ছাড়া জয়া আহসান অভিনীত ‘নকশীকাঁথার জমিন’, ফজলুল হকের ‘সাঁতাও’ ও চঞ্চল চৌধুরীর ‘পাপ পুণ্য’ এতে অংশ নিয়েছে।

এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও বেশ জনপ্রিয় নুসরাত ফারিয়া। টলিউডের একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। কয়েকদিন আগে থাইল্যান্ড থেকে ‘আবার বিবাহ অভিযান’ সিনেমার প্রথম লটের শুটিং করেছেন। কলকাতায় হবে দ্বিতীয় ধাপের শুটিং।

এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে চঞ্চল চৌধুরীও পশ্চিমবঙ্গের দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। সবশেষ ‘মহানগর’ ওয়েব সিরিজে তার অভিনয় দুই বাংলাতে সাড়া ফেলে দেয়। ডিসেম্বরে আসছে এর দ্বিতীয় কিস্তি। সেটার জন্য উন্মুখ হয়ে আছেন দর্শক।

গেল ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৩তম আসর। শেষ হবে ২৮ নভেম্বর। উৎসবে মোট ২৫টি কাহিনিচিত্র এবং ২০টি প্রামাণ্যচিত্র বেছে নিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে