রাবি মহিলা পরিষদের আলোচনা সভা

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২; সময়: ৯:২০ অপরাহ্ণ |
রাবি মহিলা পরিষদের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ( রাবি) শাখা এক সাধারণ সভার আয়োজন করে। শুক্রবার বিকেল ৪ টায় রাজশাহী নগরীর বিনোদপুরস্থ রাশেদা কুঞ্জে এই সভা অনুষ্ঠিত হয়।

এই প্রতিরোধ পক্ষের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণ কে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারের কাজে এগিয়ে আসার আহ্বান জানানো এবং তাদের সম্পকৃত করে সচেতন ও উৎসাহিত করে তোলা।

বাংলাদেশ মহিলা পরিষদের এবারের প্রতিপাদ্য ‘নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মাণ করি।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখেই বাংলাদেশ মহিলা পরিষদ রাবি শাখা এই সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি অধ্যাপক রাশেদা খালেক সভায় সভাপতিত্ব করেন।

তিনি এই সভার উদ্বোধন করে বলেন, একুশ শতকের পৃথিবীতেও নারীরা সমতাপূর্ণ মানবাধিকার থেকে বঞ্চিত। দৈহিক ও মানুষিকভাবে নির্যাতিত নিপীড়িত। এর অবসান হওয়া অতি জরুরি।

সভার সঞ্চালক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোবাররা সিদ্দিক বক্তব্য রাখেন। আলোচনায় অংশ নেন লিগ্যাল এইড সম্পাদক আফরোজা আকতার শিল্পী, যুগ্ম- সম্পাদক সৈয়দা নূসরাত জাহান সম্পা, সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াসমিন, সদস্য নাসরিন লুবনা, নূরজাহান শ্যামলীনা।

আরো উপস্থিত ছিলেন, সাবীনা সুলতানা, উম্মে কুলসুম, হোসনে আরা খানম প্রমুখ। সভায় কেন্দ্রীয় কমিটির কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বেশ কিছু কর্মসূচি গ্রহণ করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে