শিবগঞ্জে দুটি ঘরে তালা দেয়ার অভিযোগ ইটভাটা মালিকের বিরুদ্ধে

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২; সময়: ৬:৫৯ অপরাহ্ণ |
শিবগঞ্জে দুটি ঘরে তালা দেয়ার অভিযোগ ইটভাটা মালিকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জে বসতবাড়ির দুটি ঘরে তালা দেয়ার অভিযোগ উঠেছে এক ইটভাটা মালিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার ঠাঁকুরবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌর এলাকার লাকি মোড়-ঠাঁকুরবাড়ি মহল্লার মৃত নরেনের ছেলে অপনের কাছে ইট ক্রয়ের ৭০ হাজার টাকা পাওনা রয়েছে আলীডাঙা-চতুরপুরের ইটভাটা মালিক আবদুর রাজিব রাজুর।

এরই জেরে বৃহস্পতিবার দুপুরে অপনের দুটি ঘরে তালা দেন ইটভাটা মালিকের কর্মচারী ও সমর্থকরা। পরে সন্ধ্যায় দুটি ঘর জবরদখলের চেষ্টায় চেয়ার ও টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে প্রবেশ করেন। এক পর্যায়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে তারা চড়াও হন। এ সময় অপন বাঁধা দিলে ঘটনা বেগতিক দেখে ওই দুটি ঘর থেকে আসবাবপত্র বের করে নেন তারা। আশ্বাস দেন আগামী দুই মাসের মধ্যে ৭০ হাজার টাকা পরিশোধের। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অপনের অভিযোগ, মূলত দুটি ঘর জবরদখলের চেষ্টা করছিল তারা। কিন্তু স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পড়লে ঘটনাটি পাওনা ৭০ হাজার টাকার বিষয়টি সামনে আসে।

আগামী দুই মাসের মধ্যে তা পরিশোধ করবেন। স্থানীয় বাসিন্দা কমল কুমার ত্রিবেদী জানান, ৭ শতকের জমি নিয়ে আবদুর রাজিব রাজু ও ঠাঁকুরবাড়ির মধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। যদিও দুটি জায়গা ইতোমধ্যে দখলে নিয়েছেন আবদুর রাজিব রাজু। সবশেষ অপনের দুটি ঘর জবরদখলের চেষ্টা করলে ব্যর্থ হলে অপনের কাছে ৭০ হাজার টাকা পাওনার বিষয়টি সামনে নিয়ে আসে। এক পর্যায়ে আগামী দুই মাসের পাওনা টাকা পরিশোধের আশ্বাস দেয়া হয়।

তবে দুটি ঘর দখলে নেয়ার বিষয়টি অস্বীকার করেন ইটভাটা মালিক আবদুর রাজিব রাজু। তিনি জানান, ইট ক্রয়ের ৭০ হাজার টাকা পাওনা রয়েছে অপনের কাছে। সময়মতো পাওনা টাকা না পরিশোধ না করায় ঘরে তালা দেয়া হয়েছিল মাত্র। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে