গ্রুপের শীর্ষে ওঠার লক্ষ্যে ইরানের বিপক্ষে মাঠে ওয়েলস

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২; সময়: ৪:১৪ অপরাহ্ণ |
খবর > খেলা
গ্রুপের শীর্ষে ওঠার লক্ষ্যে ইরানের বিপক্ষে মাঠে ওয়েলস

পদ্মাটাইমস ডেস্ক : কাতার বিশ্বকাপে অংশ নেয়া সব দলেরই গ্রুপ পর্বে একটি করে ম্যাচ খেলা শেষ। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ গ্রুপের শীর্ষে ওঠার লক্ষ্যে ইরানের মুখোমুখি হয়েছে ওয়েলস। কাতারের আহমাদ বিন আলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে ম্যাচটি শুরু হয়েছে।

বর্তমানে সমান একটি করে ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে বি গ্রুপের আছে ইংল্যান্ড। একটি করে পয়েন্ট নিয়ে দুইয়ে ওয়েলস, তিন এ যুক্তরাষ্ট্র। শুণ্য পয়েন্ট নিয়ে সবার শেষে ইরান। আজ জিতলে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠার সুযোগ ওয়েলসের সামনে।

এর আগে সোমবার নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের কাছে ৬-২ গোলে বিধ্বস্ত হয়েছিল ইরান। একই দিন যুক্তরাষ্ট্রের সাথে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত লড়াই করে ১-১ গোলের ড্রয়ের মাধ্যমে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ওয়েলস।

ইরানকে ইংল্যান্ড বিধ্বস্ত করায় ওয়েলস ও যুক্তরাষ্ট্রের সামনে সুযোগ ছিল যেকোন মূল্যে অন্তত পরাজয় এড়িয়ে ইরানের থেকে গ্রুপে নিজেদের এগিয়ে রাখা। ম্যাচের পূর্বে ড্র হবার সম্ভাবনাকেই এগিয়ে রাখা হয়েছিল।

ওয়েলস একাদশ : ওয়েন হেনেসলি, বেন ডেভিস, ক্রিস মেফাম, জো রডন, নিকো উইলিয়ামস, অ্যারন রামসে, কনর রবার্টস, এথান আমপাডু, হ্যারি উইলসন, গ্যারেথ বেল, কিফার মুরে।

ইরান একাদশ : হোসেইন হোসেইনি, মিলাদ মোহাম্মাদি, মোরতেজা পৌরালিগাঞ্জি, মাজিদ হোসেইনি, রামিন রেযাইয়ান, এহসান হাজি সাফি, সাইদ এযাতোলাহি, আলি ঘোলিজাদেহ, আহমাদ নুরুল্লাহি, মেহদি তারেমি, সর্দার আজমাউন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে