চীনে আবাসিক ভবনের অগ্নিকান্ডে নিহত ১০

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২; সময়: ২:৫৩ অপরাহ্ণ |
চীনে আবাসিক ভবনের অগ্নিকান্ডে নিহত ১০

পদ্মাটাইমস ডেস্ক : চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় উইঘুর অধ্যুষিত স্বায়ত্বশাসিত অঞ্চল জিনজিয়াংয়ের রাজধানী শহর উরুমকিতে একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে অন্তত ১০ জন নিহত ও নয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে একটি বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

সিনহুয়ার সংবাদে বলা হয় জানায়, ‘দগ্ধদের জরুরি চিকিৎসা দেওয়া সত্ত্বেও ১০ জনের মৃত্যু হয়। আগুনে মারাত্মকভাবে দগ্ধ অপর নয় জন বর্তমানে শঙ্কা মুক্ত রয়েছে।’

জিনজিয়াংয়ের এ অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

তবে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, কর্মকর্তাদের দুর্নীতি ও দায়িত্বে অবহেলা এবং যথাযথ আইন না মেনে চলায় চীনে প্রায়েই অগ্নিকাণ্ড ঘটে থাকে। এ সপ্তাহে চীনের মধ্যাঞ্চলীয় আনিয়াং নগরীতে একটি কারখানায় আগুনে ৩৮ জন নিহত ও দুজন আহত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে