সৌদি প্রবাসীর ইমো হ্যাকিংয়ের অভিযোগে গ্রেপ্তার ৭

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২; সময়: ১২:৪০ অপরাহ্ণ |
সৌদি প্রবাসীর ইমো হ্যাকিংয়ের অভিযোগে গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোর লালপুরে সৌদি প্রবাসীর ইমো হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ ইমো হ্যাকিং চক্রের ৭ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
শুক্রবার (২৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় সিসিসি-২ নাটোর ক্যাম্পের র‌্যাব-৫। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মোহরকয়া গ্রামের শাহাবুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৪), ইয়াসিন আলীর ছেলে রবি (২২), খাঁপাড়া গ্রামের মঞ্জুর রহমানের ছেলে মোহন সরকার (১৯), মনিহারপুর গ্রামের মাজদার প্রামানিকের ছেলে শিমুল আলী (১৯), ভাঙ্গাপাড়া গ্রামের নূর আলম সরকারের ছেলে শাহ পরান সরকার (১৯), নাগশোসা গ্রামের রিফাজ মন্ডলের ছেলে রুবেল মন্ডল (৩২) ও রাজশাহীর বাঘার খানপুর গ্রামের মৃত শামসেদ মন্ডলের ছেলে বেলাল মন্ডল (২৯)।

র‍্যাবের পক্ষ থেকে বলায় হয়, প্রতারণার স্বীকার কুষ্টিয়ার মিরপুরের কামিরহাট কচুয়াদহের মো. দবির মন্ডলের ছেলে মনিরুল ইসলামের (৩৮) অভিযোগের প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে উপজেলার বিলমাড়িয়া বাজার এলকায় অভিযান চালিয়ে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো হ্যাক করে বিকাশের মাধ্যমে প্রতারণা পূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় ওই সাত জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ৯টি সিমকার্ডসহ মোবাইল সেট, দুই বোতল ফেনসিডিল, ডিভিআর সেট ও নগদ ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব আরো জানায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন স্থানে ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করে তাদের পরিচিত জনদের নিকট হতে প্রতারণা পূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে