ইমো হ্যাকার চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২; সময়: ১২:৩৬ অপরাহ্ণ |
ইমো হ্যাকার চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

পদ্মাটাইমস ডেস্ক : কুষ্টিয়ার মনিরুল নামে এক ব্যক্তির ইমো আইডি হ্যাক করে সৌদি আবর প্রবাসী তার চাচাতো ভাইয়ের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় ইমো হ্যাকারদের কাছ থেকে ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে নাটোরের লালপুর ও রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কচুয়াদহ কামিরহাট এলাকার মনিরুল ইসলামের ইমো আইডি গত ২৫ অক্টোবর হ্যাক করা হয়। ওই দিন সৌদি আরব প্রবাসীর নির্মাণাধীন বাড়ির শ্রমিকদের টাকা দিতে হবে বলে বিকাশের মাধ্যমে ২১ হাজার ৫০০ টাকা নেয় হ্যাকাররা।

এভাবে গত এক মাসে মনিরুলের চাচাতো ভাই সৌদি আরব প্রবাসী ওয়াসিমের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করে। বৃহস্পতিবার মনিরুল তার চাচাতো ভাইয়ের কাছে শ্রমিকদের টাকা চাইলে প্রতারণার বিষয়টি বেরিয়ে আসে। এর পরিপ্রেক্ষিতে মনিরুল র‌্যাবের কাছে অভিযোগ করলে অভিযানে নামে সংস্থাটি। বৃহস্পতিবার রাতে র‌্যাব সদস্যরা লালপুর ও বাঘা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার খানপুর এলাকার বেলাল মণ্ডল (২৯), নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের মেহেদী হাসান ও মোহন সরকার (১৯), মনিহার পুরের শিমুল আলী (১৯), নাগসোসা গ্রামের শাহ পরান সরকার (১৯), রবি (২২) ও  রুবেল মণ্ডল (৩২)। পাশাপাশি হ্যাকিংয়ে কাজে ব্যবহৃত একটি ডিভিআর সেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে মামলা করে তাদের লালপুর থানায় সোপর্দ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে