পবা উপজেলা প্রশাসনের আয়োজনে গণশুনানি

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২; সময়: ৬:২১ অপরাহ্ণ |
পবা উপজেলা প্রশাসনের আয়োজনে গণশুনানি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকদের বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় পবা উপজেলা পরিষদ মিলনায়তনে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী।

উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএমএন জহুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার রোজী খন্দকার।

উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রেহেনা আক্তার, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিরিনা আক্তার, বাঁচার আাশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী, বড়গাছী ইউপি মহিলা সংরক্ষিত সদস্য মনিরা বেগম, উপজেলা নির্বাহী অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মান্নান মিজিসহ এনজিও প্রতিনিধি, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এসময় গণশুনানিতে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ নাগরিকসহ উপজেলার যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীগন।

এসময় ভুমি সংক্রান্ত সমস্যা, জন্ম নিবন্ধন, দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ, কৃষি, মৎস্য, খাদ্য, মাদক, বাল্যবিবাহ, শিশু ও মাতৃকালিন ভাতা, শিক্ষাসহ বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে