বাগাতিপাড়ায় কৃষি প্রণোদনা বিতরণ

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২; সময়: ৫:১৩ অপরাহ্ণ |
বাগাতিপাড়ায় কৃষি প্রণোদনা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া : নাটোরের বাগাতিপাড়ায় ২০২২-২৩ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে আবাধ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৭’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম, সরিষা, মসুর ডাল, খেসারি ডাল, শীতকালীন পেঁয়াজ, মুগডাল, ভুট্টা, সূর্যমুখীসহ বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও ইউএনও (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু ও সহ-সভাপতি আব্দুল ওয়াহাব , উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক আরিফুল ইসলাম তপু প্রমূখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে