নিয়ামতপুরে বৈচিত্র্যময় সাংস্কৃতিক মেলা

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২; সময়: ৩:২৮ অপরাহ্ণ |
নিয়ামতপুরে বৈচিত্র্যময় সাংস্কৃতিক মেলা

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী সংস্থা ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সমতল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় জাতিসত্ত্বার জীবন-জীবিকা এবং সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিয়ামতপুর সরকারী মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী সাংস্কৃতিক মেলার আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালী উদ্বোধন করেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

উদ্বোধন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।

ডাসকোর রিভাইভ প্রকল্পে নারী প্লাটফর্মের সভাপতি সাগরিকা বিশ্বসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, হেক্স/ইপার প্রকল্পের বাংলাদেশের কান্ট্রি ডিকেক্টর ডোরা চৌধুরী, ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক একরামুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান, অফিসার ইন চার্জ আসাদুজ্জামান, মানবাধিকার কমিশন, নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি বজলুর রশীদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব আবেদ হোসেন মিলন, বিডিও নির্বাহী পরিচালক আকতার হোসেন।

মেলায় নিয়ামতপুর উপজেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, নওগাঁর জেলার ধামুইরহাট, মান্দার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব ঐতিহ্য, নিজের হাতের তৈরী খাবার, কৃষি যন্ত্রপতি, সুতা ও কাপড়ের তৈরী বিভিন্ন সাংসারিক পণ্য নিয়ে ষ্টল বসানো হয়।

আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করে দেখেন। শেষে ক্ষুদ নৃ-গোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক গান পরিবেশন করেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে