পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২; সময়: ১১:৫০ পূর্বাহ্ণ |
খবর > জাতীয়
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ হয়।

প্রতিমন্ত্রী-হাইকমিশনারের সাক্ষাৎ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, প্রতিমন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা দেওয়ার সংখ্যা বাড়ানো, বিশেষ করে মেডিকেল ভিসা দেওয়ার ওপর জোর দেন। জবাবে ভারতীয় হাইকমিশনার ভিসা সেবা দ্রুত দেওয়ার বিষয়ে আশ্বাস দেন।

এর আগে সোমবার (২১ নভেম্বর) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। তাদের সাক্ষাৎ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় জানানো হয়, পররাষ্ট্রসচিব ভারতীয় নতুন হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্রসচিব ভারতীয় হাইকমিশনারকে তার মেয়াদে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

গত ২১ সেপ্টেম্বর দা‌য়িত্ব পালন কর‌তে ঢাকায় আসেন প্রণয় ভার্মা। বিদায়ী হাইক‌মিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হন তি‌নি। গত ২৭ অক্টোবর তিনি রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে