ছাত্রদল নেতা নয়ন হত্যা ও মামলার প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২; সময়: ৭:২১ অপরাহ্ণ |
ছাত্রদল নেতা নয়ন হত্যা ও মামলার প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক, পাবনা : ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন নিহত ও পাবনার নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টায় পাবনা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা।

পরে দলীয় কার্যালয়র সামনে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, লিফলেট বিতরণের সময় গুলি করে ছাত্রদল নেতা নয়নকে হত্যার মাধ্যমে দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। পাবনা শহরে কোথাও ককটেল বিস্ফোরণ হলো না, অথচ বিএনপির দেড়শ’ নেতাকর্মীর নামে ‘নাশকতা সৃষ্টি’র মিথ্যা মামলা দেয়া হয়েছে। আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশ বানচাল করতে সরকার হামলা-মামলা করে হয়রানী করছে। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এ সরকারকে হঠানো হবে বলে হুশিয়ারি করেন বক্তারা।

বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুদ বগা, জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে