সিরাজগঞ্জে শিক্ষক নিয়োগে পদ সংখ্যা বৃদ্ধির দাবীতে মানববন্ধন

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২; সময়: ৩:২৯ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে শিক্ষক নিয়োগে পদ সংখ্যা বৃদ্ধির দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : প্রাথমিকে ২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে পদসংখ্যা বৃদ্ধির দাবীতে মানববন্ধন করেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের চাকরী প্রত্যাশীবৃন্দ। মঙ্গলবার সিরাজগঞ্জে জেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গনে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, দুই বছর করোনা মহামারীতে  আমাদের অনেকেরই বয়স শেষ, আমরা সবাই হতাশায় দিনাতিপাত করছি। শূণ্যপদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক পদসংখ্যা বৃদ্ধি করে নিয়োগের ব্যবস্থা করুন।

আমাদের বাঁচতে দিন। নিয়মানুসারে প্রতিটি আসনে নির্দিষ্ট সঙখ্যার তিনগুন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও বর্তমানে ৫৮ হাজারের বিপরীতে ৩২ হাজার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান মানিক, আনন্দ সাহা, রুবেল রানা, স্বপ্না খাতুন, নাজমুল হোসেনসহ বিভিন্ন উপজেলার চাকরী প্রত্যাশীবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে