মোবাইল এজেন্টের আড়ালে হুন্ডি ব্যবসা, গ্রেপ্তার ৫

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২; সময়: ১২:২৪ অপরাহ্ণ |
মোবাইল এজেন্টের আড়ালে হুন্ডি ব্যবসা, গ্রেপ্তার ৫

পদ্মাটাইমস ডেস্ক : মোবাইল এজেন্টের নামে অবৈধ হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে তাদের নাম জানায়নি সংস্থাটি।

সোমবার (২১ নভেম্বর) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।

পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত। তারা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের ( MFS) এজেন্ট ব্যবসার আড়ালে হুন্ডি ব্যবসা করতেন।

আজাদ রহমান জানান, এ বিষয়ে আজ দুপুর ১২টায় সিআইডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিস্তারিত বলবেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া।

গত কয়েক মাস ধরে প্রবাসী আয় কমছে। এর পেছনে হুন্ডি ব্যবসাকে অনেকাংশে দায়ী করা হয়। প্রবাসী আয় কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে রিজার্ভেও। বৈশ্বিক সংকটের কারণে দেশের বাজারে ডলারের তীব্র সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় অবৈধ হুন্ডি ব্যবসা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে তাদের তৎপরতা বাড়িয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে