পুলিশের আরেক এসপিকে বাধ্যতামূলক অবসর

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২; সময়: ৯:১৪ অপরাহ্ণ |
পুলিশের আরেক এসপিকে বাধ্যতামূলক অবসর

পদ্মাটাইমস ডেস্ক : পুলিশের বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের অতিরিক্ত কমান্ড্যান্ট ব্যারিস্টার মো. জিল্লুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তিনি পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রোববার এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য অতিরিক্ত কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ব্যারিস্টার মো. জিল্লুর রহমানকে সরকারি চাকরি আইন, ২০১৮(২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ নিয়ে গত এক মাসে সাতজন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে