পবায় উপকারভোগী বাছাই বিষয়ক প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২; সময়: ৫:৫১ অপরাহ্ণ |
পবায় উপকারভোগী বাছাই বিষয়ক প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী বাছাই বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী এর সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খান, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএমএন জহুরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আসাদুজ্জামান। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম।

এসময় উপস্থিত ছিলেন হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, হুজুরীপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, বড়গাছী ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসাইন, পারিলা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী, নওহাটা পৌর ৮ নং কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, ৭ নং কাউন্সিলর আবু সুফিয়ান ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেশভানু বেগম, হুজুরীপাড়া ইউপি সংরক্ষিত মহিলা সদস্য নাজমা আক্তার লাভলীসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সাংবাদিক, উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে