তুষারে ঢাকল নিউইয়র্ক, নিহত ২

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২; সময়: ১০:০৮ পূর্বাহ্ণ |
তুষারে ঢাকল নিউইয়র্ক, নিহত ২

পদ্মাটাইমস ডেস্ক : শুরুতেই অনেকটা জাঁকিয়ে বসেছে শীত। প্রবল তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর ঢাকা পড়লো ৬ ফুট বরফের আস্তরণে। প্রচণ্ড ঠান্ডায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই মৃত্যুও হয়েছে ২ জনের।

বিশেষ প্রয়োজন ছাড়া স্থানীয় বাসিন্দাদের গাড়ি নিয়ে রাস্তায় না বেরোনোর আবেদন জানিয়েছেন গভর্নর ক্যাথি হোচুল। তিনি তুষারঝড়কে ‘বড়’ তুষারপাতের ঘটনা বলে উল্লেখ করেন। খবর রয়টার্সের

গত দু-দিন ধরে টানা তুষারঝড়ের জেরে এরি কাউন্ট্রির তাপমাত্রা এখন হিমাঙ্কের অনেকটাই নীচে। এরি কাউন্ট্রির পূর্ত বিভাগের কর্মীরা স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় রাস্তায় ৬০ ইঞ্চিরও বেশি পুরু বরফের স্তর দেখেন।

ওন্টারিও লেকের কাছে ওসওয়েগো কাউন্ট্রিক উইলিয়ামসটাউনের বাসিন্দারাও ইতোমধ্যে রাস্তায় ২৪ ইঞ্চি পুরু বরফের স্তর দেখেছেন। তুষারঝড়ে কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্তও হয়েছে।

প্রচণ্ড তুষারঝড়ে অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। ঝুঁকি এড়াতে বাফেলো নিয়াগারা আন্তর্জাতিক বিমানবন্দরের অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে।

প্রশাসনের তরফে অনলাইনে সতর্কতা জারি করে বলা হয়েছে, ঝড়ের থেকে তুষার খুব ভারী। গাছের ডাল ভেঙে পড়তে পারে, বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে বা সম্পত্তি-যানবাহন নষ্ট হতে পারে।

বিশেষ প্রয়োজন ছাড়া এলাকার বাসিন্দাদের বাইরে না বেরোনোর আবেদন জানানো হয়েছে। তুষার ঝড়ের কারণে একাধিক জায়গায় গাড়ি চালানো আংশিক বন্ধ করে দেওয়া হয়েছে।

নিউইয়র্কের গভর্নর কাথি হোচুল জানিয়েছেন, ক্রুরা দিনরাত এক করে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছেন। এদিকে আমেরিকান ফুটবল টিম যেখানে রয়েছে সেই অরচার্ড পার্কে গত ৪৮ ঘণ্টায় ৭৭.০ ইঞ্চি বরফ জমে গিয়েছিল।

বর্তমানে প্রবল তুষারঝড়ের কবলে এরি কাউন্ট্রি এবং ওন্টারিও। এছাড়াও মিশিগান থেকে সমগ্র নিউইয়র্কের প্রায় ৬ মিলিয়ন বাসিন্দাকে প্রবল তুষারঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। নিউইয়র্কের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি ফারেনহাইটে নেমে গিয়েছে। যা নভেম্বরে সচরাচর হয় না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে