গুরুদাসপুরে নকল কীটনাশক বিক্রির দায়ে জরিমানা

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২; সময়: ১০:২০ অপরাহ্ণ |
গুরুদাসপুরে নকল কীটনাশক বিক্রির দায়ে জরিমানা

এসএম ইসাহক আলী রাজু, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে নকল-ভেজাল ও অনুমোদনহীন কীটনাশক ও অনুসার সরবরাহকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (২০ নভেম্বর) দুপুরে চাঁচকৈড়-শিক্ষা সংঘ রোডে থেকে গুরুদাসপুর উপজেলায় অনুমোদনহীন ও ভেজাল অনুখাদ্য (মাইক্রোনিউট্রিয়েন্ট) বাজারজাতকরণের সময় পাবনা জেলা সদরের কোম্পানি এমআরএস২ এগ্রো কেমিক্যাল কোম্পানিকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর বিধি ৮ (২) মোতাবেক ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সার ও বালাইনাশক পরিদর্শক হিসেবে কৃষি সম্প্রসারণ অফিসার মতিয়র রহমান অনুমোদনহীন পণ্যগুলো জব্দ করেন এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মেহেদি হাসান শাকিল। এসময় প্রায় ৭০ হাজার টাকার পণ্য জব্দ করা হয়েছে।

গুরুদাসপুর উপজেলা কৃষি অফিসার হারুনর রশিদ বলেন- গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। কৃষকের স্বার্থে ভেজাল ও নকল পণ্য বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে