পাবনায় সপ্তাহব্যাপী নারী উদ্যোক্তাদের নিয়ে মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২; সময়: ৯:৪৭ অপরাহ্ণ |
পাবনায় সপ্তাহব্যাপী নারী উদ্যোক্তাদের নিয়ে মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, পাবনা : হাংরি পাবনার আয়োজনে পাবনাতে নারী উদ্যোক্তাদের নিয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে খাদ্য ও পণ্য মেলা। মেলার কার্যক্রম ও প্রচার প্রচারনার লক্ষে স্থানীয় গণমাধ্য কর্মীদের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলের আয়োজন করে মেলার আয়োজক ও পৃষ্টপোষক প্রতিষ্ঠান।

২০ নভেম্বর (রবিবার) দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে মেলার নারী উদ্যোক্তাদের সাথে নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মেলার উদ্দেশ্য ও বিস্তারিত তথ্য নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির আহবায়ক দেওয়ান মোঃ মাহবুবুল ইসলাম ও চীফ এ্যাডমিন মিজানুর রহমান মিজু। জেলাতে নারী উদ্যোক্তাদের নিয়ে ৩য় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে এই খ্যাদ্য ও পণ্য মেলা। এসময় উপস্থি ছিলেন, নারী উদ্দোগতা লাকী রহমান, নিপা ইসলাম,শাম্মি আক্তার, ইলোরা লেয়া, জুবাইয়া সিফা প্রমুখ।

এবারের মেলাতে ৩৬টি স্টোলে ২৩টি হোমমেড খাবার ও ১৩ টিতে গার্মেন্টস পোষাকের সমাহার থাকবে। মেলায় অংশ গ্রহণকারীদের পোষাক ও খাদ্যের পরিদর্শন বিক্রির উপরে থাকছে বিশেষ পুরস্কারের ব্যবস্থা। সপ্তাহব্যাপী মেলাতে টাইটেল স্পন্সার গোল্ডেন বাস্কেট, মেসার্স রাফিয়া ইসলাম ও ক্যাফে পাবনা।

আগামী ২২ নভেম্বর (মঙ্গলবার) থেকে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এই মেলার উদ্বোধন হবে। প্রতিদিন সকাল ১০ থেকে রাত ১০ পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। মেলাকে প্রাণবন্ত করতে প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নিজেদের তৈরি দেশি পণ্য নিয়ে ফ্যাশান শোয়ের ব্যবস্থা।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে