মৃত্যুকে ‘অ্যাডভেঞ্চার’ মনে হয় শ্রীলেখার

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২; সময়: ১১:২৬ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
মৃত্যুকে ‘অ্যাডভেঞ্চার’ মনে হয় শ্রীলেখার

পদ্মাটাইমস ডেস্ক : জীবনের একটা সময়ে মানুষের জীবনে মৃত্যু-উপলব্ধি আসে। যেমনটা এসেছে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। মূলত, ভারতীয় বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যুগুজব ছড়িয়ে পড়তেই এমন উপলব্ধি হয় তার, যা সামাজিক মাধ্যমে প্রকাশও করেছেন। জানিয়েছেন, তিনি মৃত্যুর জন্য প্রস্তুত।

শ্রীলেখা ফেসবুকে লিখেছেন, ‘অনেক তো বয়স হলো। জীবনও কিছু কম দেখলাম না। মা-বাবা নেই, মেয়েটাও বড় বেশি স্বাধীনচেতা। একদিকে ভালো। আমাদের মতো বুড়ো বয়স অবধি মা-বাবার লেজ ধরা নয়। কিছু কাজ বাকি। সেগুলো তাড়াতাড়ি করে যেতে চাই, বাকি আমি আমার জীবন বেঁচে নিয়েছি। কোনো খেদ নেই, কোনো অভিযোগ নেই।’

অভিনেত্রী আরও লিখলেন, ‘মৃত্যুর ভয় করি না। ওটা একটা অ্যাডভেঞ্চার মনে হয়। শুধু ম্যাকের প্রচুর লিপস্টিক আছে। সেগুলো কাউকে প্রাণে ধরে দিতে পারব বলে মনে হয় না। আর আমার চারপেয়ে বাচ্চাগুলোকে মেয়ে দেখে নিতে পারবে।’

এখানেই থামলেন না অভিনেত্রী। শ্রীলেখা আরও লিখলেন, ‘সওদা করতে চাই ঈশ্বরের সাথে, যাদের এখনও অনেকটা পথ চলা বাকি তাদের রেখো সুস্থ করে। পরিবর্তে যদি ইচ্ছে হয়, আমি প্রস্তুত। আর হ্যাঁ, আপনাদের বলছি, দয়া করে আরআইপি (RIP) লিখবেন না আমার শোকে। আমি আনন্দে যাব। শান্তিপূর্ণভাবে বিশ্রাম করব। অযথা বিরক্ত হবেন না। তার চেয়ে অনলাইন ডেটিং ও শপিং করুন।’

তবে পরে লেখাটি মুছে ফেলেন শ্রীলেখা। অনেকের চাপে লেখাটি মুছে ফেলেছেন বলে আরেকটি পোস্টে জানিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, তার মৃত্যুর বিষয়টি অনুরাগীরা মেনে নিতে পারছেন না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে