একটি ফোন কলে ঘরে বসে মিলবে জমি নিয়ে মামলার আপডেট

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২; সময়: ১০:৩৪ পূর্বাহ্ণ |
একটি ফোন কলে ঘরে বসে মিলবে জমি নিয়ে মামলার আপডেট

পদ্মাটাইমস ডেস্ক : তথ্য প্রযুক্তির ছোঁয়ায় অনেক কিছুই চলে আসছে হাতের নাগালে। দিনে দিনে সহজ হচ্ছে সব কিছু। দেশের অনেক মানুষ যখন জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আদালতের বারান্দায় দৌড়ঝাঁপ করতে করতে ক্লান্ত তখন ভূমি সংক্রান্ত মামলা ব্যবস্থাপনার পদ্ধতিতে বদলে দিচ্ছে ভূমি মন্ত্রণালয়।

এখন থেকে ভূমি সংক্রান্ত রাজস্ব ও দেওয়ানি মামলার সবশেষ অবস্থা ঘরে বসে জানতে পারবেন বাদি অথবা বিবাদী। সেজন্য নির্দিষ্ট একটি নম্বারে ফোন করলেই এই তথ্য তারা জানতে পারবেন।

‘১৬১২২’ নম্বরে ফোন করে যে কোনও নাগরিক তার ভূমি সংক্রান্ত মামলার সর্বশেষ পরিস্থিতি জানতে পারবেন। শিগগিরই এ সিস্টেম চালু হবে বলে ভূমি মন্ত্রণায় থেকে জানানো হয়েছে। ভূমি সংক্রান্ত মামলার জট কমাতে এবং মামলা কার্যক্রম দ্রুত শেষ করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, ভূমি মামলার বাদী কিংবা বিবাদী হিসেবে যে কোনও নাগরিক তার ভূমি রাজস্ব ও দেওয়ানি মামলার অবস্থা সম্পর্কে যেন সহজে জানতে পারেন সেজন্য ভূমি মন্ত্রণালয় মামলা ব্যবস্থাপনা সিস্টেম বদলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।

শনিবার (১৯ নভেম্বর) ভূমি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে নিরীক্ষণের ব্যবস্থা থাকায় মামলা ব্যবস্থাপনা সিস্টেমের সাহায্যে ভূমি সংক্রান্ত মামলাসমূহের সহজ, স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে। এই সিস্টেমে আদালত, সংশ্লিষ্ট কৌঁসুলি, সংশ্লিষ্ট বাদী এবং বিবাদী- সবার প্রবেশাধিকার থাকবে।

ভূমি সংক্রান্ত মামলার জট কমাতে এবং মামলা কার্যক্রম দ্রুত শেষ করার সহায়ক হিসেবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে নির্মিত এই ডিজিটাল সিস্টেম খুব শীঘ্রই চালু হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে