মরিচ ক্ষেতে মিলল ৮০ পিস স্বর্ণের বার

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২; সময়: ৯:৩৪ পূর্বাহ্ণ |
মরিচ ক্ষেতে মিলল ৮০ পিস স্বর্ণের বার

পদ্মাটাইমস ডেস্ক : যশোরের শার্শা সীমান্ত দিয়ে পাচারের সময় ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের ৮০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শার্শার কাশীপুর ও শাহাজাদপুর সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি মরিচ ক্ষেতের মাটির নিচ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

শনিবার রাত ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, শার্শার কাশীপুর ও শাহজাদপুর সীমান্তের মাঝামাঝি এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচারের উদ্দেশে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে কাশীপুর ও শাহজাদপুর সীমান্তে অবস্থান নিলে দুই ব্যক্তিকে মরিচ ক্ষেত দিয়ে ভারত সীমান্তের দিকে যেতে দেখা যায়।

এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের গতিরোধ করার চেষ্টা করলে কৌশলে পালিয়ে যায়। পরে সেখানে অভিযান চালিয়ে একটি মরিচ ক্ষেতের মাটির নিচ থেকে একটি ব্যাগ পাওয়া যায়। যার মধ্য থেকে ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৮ কোটি ৩৫ লাখ টাকা। পলাতক আসামিদের আটকের চেষ্টা চলছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে