চাঁপাইনবাবগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২; সময়: ৪:৩৯ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন

জ্যেষ্ঠ প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং আমি মনে করি ফিল্ড ইজ লেভেল এন্ড প্রিপেয়ার্ড অনলি প্রেয়ার্স টু কাম এ্যান্ড প্লে অন দ্যা গ্রাউন্ড।

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধনের সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবিব খান এ কথা বলেন।

তিনি আরও বলেন, কোনো দলকে নিবন্ধনের জন্য কিছু নিয়মতান্ত্রিক আইন আছে। আমাদের কমিশন কিন্তু সে টাইমে বসেই সিদ্ধান্ত নেবে যে, সে দলকে নিবন্ধন দেওয়া যাবে কিনা।

এর আগে শনিবার সকালে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ঘুরে দেখেন নির্বাচন কমিশনার।

এ সময় তিনি ভোটার তালিকা হালনাগাদ করতে আগতদের সঙ্গে কথা বলেন। এ সময় জেলা প্রশাসক একেএম গালিব খান, জেলা নির্বাচন অফিসার মোতাওক্কিল রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে