পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ের মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২; সময়: ৩:৫২ অপরাহ্ণ |
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় আত্রাই নদীর ব্রিজের উপরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে জান্নাতুল ফেরদৌস (১০) নামের এক শিশুর স্পটেই মৃত্যু এবং তার বাবার সাইন সরকার ( ৩৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ নভেম্বর) সকালে মৃত্যু হয়েছে ।

এ ঘটনায় সাইনের স্ত্রী শান্তনা আক্তার (৩০) ও ছোট মেয়ে লামিয়া জান্নাত (৪) গুরুতর আহত হয়ে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে । আবু সাইন সরকার নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর গ্রামের আব্দুল হামিদ সরকারের ছেলে বলে জানা গেছে। মৃত জান্নাতুল বাবার মোটরসাইকেলে নানীর বাড়ী যাচ্ছিল নবান্ন খেতে।।

স্থানীয়, থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ( ১৮ নভেম্বর ) আবু সাইন সরকার একই মোটরসাইকেলে স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে শ্বশুর বাড়ি পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের আমন্ত গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা দেন।

পথিমধ্যে নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের আত্রাই নদীর শহীদ -সিদ্দিক প্রতাপ সেতুর উপর উঠলে বিপরীত দিক সাপাহার হতে আসা ট্রাকের সাথে আনুমানিক বিকাল ৫ টার দিকে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হলে আঘাত লেগে তারা ছিটকে পরে যান, স্থানীয়রা তাদের ৪ জন কে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু জান্নাতুল ফেরদৌস(১০) কে মৃত ঘোষণা করেন।

অপর ৩ জনের মধ্যে সাইন ও শান্তনার (দম্পতি) অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রামেকে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সাইনের মৃত্যু হয়।

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার দিনই মেয়ে মারা যায় এবং আজ সকালে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় তার বাবার মৃত্যু হয়েছে।

আরও দুইজন আহত আছে তারা ৪ জনই একই পরিবারের এবং একই মোটরসাইকেলের যাত্রী ছিল, থানায় কোনো অভিযোগ হয়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে