কচুয়ার সন্তান চট্টগ্রাম সিএমপির শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২; সময়: ১২:৪১ অপরাহ্ণ |
কচুয়ার সন্তান চট্টগ্রাম সিএমপির শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক,কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামের কৃতি সন্তান ও রেড রিলেশন ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা আজহারুল ইসলাম চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ চোরাই গাড়ি উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কনফারেন্সে বায়োজীদ বোস্তামী থানার এসআই আজহারুল ইসলাম দুই ক্যাটাগরীতে শ্রেষ্ঠ হওয়ায় চট্টগ্রামের সিএমপি পুলিশ কমিশনারের কাছ থেকে পুরস্কার গ্রহন করেন।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন,অতিরিক্ত পুলিশ কমিশানর ট্রাফিক, উপ-পুলিশ কমিশনার (উত্তর) সহ সিএমপির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে সহকারী পুলিশ কমিশনার (বায়োজীদ বোস্তামী জোন), অফিসার ইনচার্জ, ওসি তদন্ত বায়োজীদ বোস্তামী থানা ও সিএমপির সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এসআই আজহার ইসলাম।

এদিকে চট্টগ্রাম সিএমপির বায়োজীদ বোস্তামী থানার শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ চোরাই গাড়ি উদ্ধারকারী অফিসার নির্বাচিত হওয়ায় কচুয়া বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে