শিবগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আলোচনা সভা

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২; সময়: ৮:৩৯ অপরাহ্ণ |
শিবগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নয়ালাভাঙা বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

নয়ালাভাঙা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাকুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এ সময় তিনি বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠী দীর্ঘদিন উন্নয়নের ছোঁয়ার বাইরে ছিল। প্রয়োজনীয় কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নে আনা হচ্ছে। তিনি আরও বলেন, যুগোপযোগী প্রশিক্ষণ ও পুঁজির অভাবে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকাংশই তাদের আদি পেশা পরিবর্তন করেছে।

অবশিষ্টরা যাতে নিজ পেশায় থেকে স্বাবলম্বী হতে পারে, সে জন্য ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প’ বাস্তবায়িত হচ্ছে। একই সঙ্গে কামার, কুমার, নাপিত, মুচি, বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী ও কাঁসা-পিতল পণ্য প্রস্তুতকারীকে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্যানেল চেয়ারম্যান রায়হানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কেইস ম্যানেজার ফারুক হোসেনসহ ইউপি সদস্যরা। অনুষ্ঠানে নয়ালাভাঙা ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর নকশী কাঁথা ও নাপিতসহ ৫০ জন সদস্য অংশ নেয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে