স্বাস্থ্যকর ও সুস্বাদু ব্রকোলি স্যুপ তৈরির রেসিপি

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২; সময়: ৪:২১ অপরাহ্ণ |
স্বাস্থ্যকর ও সুস্বাদু ব্রকোলি স্যুপ তৈরির রেসিপি

পদ্মাটাইমস ডেস্ক : একাধিক পুষ্টিগুণে সমৃদ্ধ ব্রকোলি। বিদেশি এই সবজিটি এখন দেশের সর্বত্রই চাষ হচ্ছে। নানা ধরনের তরকারি তৈরি করা যায় এই সবজিটি দিয়ে। আজ আমরা আপনাদের জানাব ব্রকোলি স্যুপ তৈরির রেসিপি। এক বাটি গরমাগরম ব্রকোলির স্যুপ আপনার পেটও ভরাবে, আবার স্বাস্থ্যকরও হবে। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খেতে পারেন এই স্যুপ। তাহলে জেনে নিন ব্রকোলির স্যুপ তৈরির সহজ পদ্ধতি-

উপকরণ : ২৫০ গ্রাম ব্রকোলি, ১টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, পরিমাণমতো তেল, ৪-৫ কোয়া রসুন কুচি, পানি ৩ কাপ, স্বাদ অনুযায়ী লবণ, এক চিমটি গোলমরিচ, ১ টেবিল চামচ মাখন, ১ টেবিল চামচময়দা, ৩০০ এমএল দুধ,১ চা চামচ জিরা গুঁড়া, এক চিমটি গরম মশলা

তৈরির পদ্ধতি :

১) ব্রকোলি মাঝারি সাইজ করে কেটে ধুয়ে নেবেন।

২) পেঁয়াজ ও রসুন হালকা ভেজে নিন। তারপর পানি, লবণ, গোলমরিচ গুঁড়া দিয়ে ঢাকা দিন।

৩) পানি ফুটতে শুরু করলে ব্রকোলি দিয়ে সেদ্ধ করে নিন।

৪) সেদ্ধ হয়ে গেলে আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন। এবার ব্লেন্ডারে ব্রকোলি ও সবজির ষ্টক একসঙ্গে পেস্ট করে নিন।

৫) অন্য একটি প্যানে মাখন গলিয়ে, তাতে ময়দা ও লবণ দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ রান্না করার পর দুধ দিয়ে দিন। ক্রমাগত নাড়তে থাকবেন। মিশ্রণটি একেবারে থকথকে হবে।

৬) তারপর এতে ব্রকোলির পেস্ট, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নাড়ুন কিছুক্ষণ।

৭) এর পর গরম মশলা, লবণ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। মিশ্রণটি ভাল ভাবে ফুটে গেলেই তৈরি হয়ে যাবে ব্রকোলি স্যুপ।

৮) এবার ওপর থেকে ফ্রেশ ক্রিম, গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন গরমাগরম স্যুপ।সূত্র: বোল্ডস্কাই

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে