চাঁপাইনবাবগঞ্জের পুর্নভবা নদীতে কুমির : আতঙ্কিত নদী পাড়ের মানুষ

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২; সময়: ২:৫৪ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জের পুর্নভবা নদীতে কুমির : আতঙ্কিত নদী পাড়ের মানুষ

জেষ্ঠ প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে পুনর্ভবা নদীতে গত তিনদিন থেকে ভাসছে একটি বিশাল আকৃতির কুমির। কুমির আতঙ্ক বিরাজ করছে নদী-তীরবর্তী লোকজন ও জেলেদের মধ্যে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও রাজশাহী বিভাগীয় বন অধিদপ্তরের কর্মকর্তা ঘটনাস্থল এসে কুমিরের অবস্থান পর্যবেক্ষণ করেছেন এবং কুমিরটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

স্থানীয় সুত্র জানায়, গত মঙ্গলবার(১৫ নভেম্বর) দুপুর থেকে জেলার গোমস্তাপুর উপজেলার মকরমপুর ঘাট এলাকায় কুমিরটিকে দেখতে পাওয়া যায়। এরপর বুধবার সকাল থেকে কুমিরটিকে রহনপুর পৌরসভার বেইলি ব্রিজ, গুজর ঘাট ও বাবুরঘোণ এলাকায় দেখা যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা কুমিরটিকে দেখতে নদীর তীরে ভিড় করছেন। এদিকে কুমির দেখা যাওয়ায় আতঙ্কে পুনর্ভবা নদীতে গোসলে নামতে ভয় পাচ্ছেন এলাকার মানুষ। জেলেরাও মাছ ধরতে নামছেন না।

রাজশাহী বন বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর কবীর বলেন, কুমিরটি নদীতে অবস্থান পরিবর্তন করছে। গত দুই দিন থেকে চেষ্টা করা হচ্ছে কুমিরটি উদ্ধারের। তবে শুক্রবার সকাল পর্যন্ত কুমিরটি ধরতে পারেননি তারা। এদিকে নদীর ধারে না যেতে প্রশাসনের তরফ থেকে সবাইকে সতর্ক করা হচ্ছে।

বন বিভাগের ওই কর্মকর্তা জানান, ভারতের মালদা জেলার মহানন্দা নদী পথে কুমিরটি বাংলাদেশে এসে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে