আবারও ফিফা সভাপতি হচ্ছেন ইনফান্তিনো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২; সময়: ১:৪৭ অপরাহ্ণ |
খবর > খেলা
আবারও ফিফা সভাপতি হচ্ছেন ইনফান্তিনো

পদ্মাটাইমস ডেস্ক : টানা তৃতীয় মেয়াদে আবারও ফিফার সভাপতি নির্বাচিত হচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। আগামী বছরের মার্চ মাসে রুয়ান্ডার কিগালিতে ফিফা কংগ্রেসে পুনরায় সভাপতি নির্বাচিত হবেন তিনি।

এক বিবৃতিতে বিশ্ব ফুটবরের নিয়ন্ত্রক সংস্থা জানায়, গত মার্চে নির্বাচন আহ্বানের পর ফিফার সদস্য দেশগুলো শুধুমাত্র ইনফান্তিনোকে প্রার্থী হিসেবে প্রস্তাব করেছিল।

২০২৩ সালের ১৬ মার্চ রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত হবে ৭৩তম ফিফা কংগ্রেস। সেখানে একমাত্র প্রার্থী হিসেবে তৃতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন ইনফান্তিনো।

প্রথমবারের মতো ২০১৬ সালে ফিফা জেপ ব্লাটারের জায়গায় সভাপতি হিসেবে নির্বাচিত ইনফান্তিনো। এরপর ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে আবারও সভাপতি নির্বাচিত হন তিনি।

এর আগে দায়িত্বে থাকা ব্লাটার দুর্নীতির দায়ে ২০১৫ সালে নিষিদ্ধ হন। ১৭ বছর ধরে দায়িত্বে ছিলেন তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে