তাড়াশে গোপনে চাকরিতে নিয়োগ প্রদানের অভিযোগ

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২; সময়: ১১:১৪ পূর্বাহ্ণ |
তাড়াশে গোপনে চাকরিতে নিয়োগ প্রদানের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশে ডিজির প্রতিনিধি ও শিক্ষা অফিসারকে উপস্থিত না রেখেই গোপনে নিয়োগ প্রদানের পায়তারা করার অভিযোগ উঠছে।

উপজেলার ধামাইচ বিলচলন উচ্চ বিদ্যালয়ে গত ১০ অক্টোবর সকাল ১০ টায় নিরাপত্তা কর্মী ও অফিস সহায়ক পদের জন্য নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল।

সেদিন চাকরি প্রত্যাশীগণ সকাল সময়মতো উপস্থিত হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন মোল্লা তাদেরকে ডেকে বলেন যে, অনিবার্য কারণ বশত ডিজির প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা অফিসার না আসায় নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষনা করা হলো। পরবর্তী পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে।

তার দেড় ঘন্টা পর উক্ত প্রধান শিক্ষক মোটা অংকের টাকার বিনিময়ে তার পছন্দের প্রার্থীদেরকে ডেকে নিয়ে এসে ডিজি’র প্রতিনিধি বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং তাড়াশ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ছাড়াই নিয়োগ পরীক্ষা নেয়।

এ ঘটনার প্রতিকার চেয়ে চাকরি প্রত্যাশী কুদরত আলী ও বরকত আলী ১৫ই অক্টোবর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেেএ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

অভিযুক্ত প্রধান শিক্ষক মুকুল হোসেন মোল্লা ফোন না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে