জয়পুরহাটে কর্মরত বিজিবি সদস্য নেপালের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২; সময়: ১১:০০ পূর্বাহ্ণ |
জয়পুরহাটে কর্মরত বিজিবি সদস্য নেপালের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে কর্মরত বিজিবি সদস্য নেপালের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়েছে। নিহত বিজিবি সদস্যের নাম নেপাল বয়স (৩৩) তার বাড়ি ফরিদপুর জেলা বলে জানা গেছে।

হাসপাতাল সুত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার সময় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে একদল বিজিবি সদস্য আহত নেপালকে জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। আজ শুক্রবার ভোরে নিহতের ময়নাতদন্ত শেষে বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রাশেদ মোবারক জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রাতে নিহত অবস্থায় বিজিবি সদস্যকে হাসপাতালে আনা হয় এবং চিকিৎসকরা তা নিশ্চিত করেছে। ময়নাতদন্তে নিহতের শরীরের বুকে এবং হাতে গুলি লাগার চিহ্ণ পাওয়া গেছে বলে তত্ত্বাবধায়ক নিশ্চিত করেন।

এ বিষয়ে জয়পুরহাটের ২০ বিজিবির পক্ষ থেকে কোন তথ্য প্রদান করা হয়নি এছাড়া বিজিবির অধিনায়কের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে