নাটোরে বিনামূল্যে ১০ হাজার গবাদি পশুর টিকা প্রদান

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২; সময়: ৫:০৮ অপরাহ্ণ |
নাটোরে বিনামূল্যে ১০ হাজার গবাদি পশুর টিকা প্রদান

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের সিংড়ায় বিনামূল্যে প্রায় দশ হাজার গবাদি পশু ও দুই হাজার হাঁস-মুরগীকে টিকা প্রদান করা হয়েছে।

চলতি মাসের ১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত উপজেলার ১২টি ইউনিয়নের ৩৬টি গ্রামে পৃথক পৃথকভাবে ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

আর ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) প্রকল্পের আওতায় প্রতিটি ক্যাম্পেইনের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে.এম ইফতেখারুল ইসলাম বলেন, শীতের শুরুতে গবাদি পশু ও হাঁস-মুরগীর রোগের প্রকোপ বেড়ে যায়।

উপজেলার ১২টি ইউনিয়নে পৃথক ৩টি করে ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের মাধ্যমে গরু-মহিষের ক্ষুরা রোগ, ছাগল-ভেড়ার পি.পি.আর, হাঁসের ড্রাগ প্লে এবং মুরগীর রাণীক্ষেত রোগের টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এখন পর্যন্ত উপজেলার প্রায় দশ হাজার গবাদি পশু ও প্রায় দুই হাজার হাঁস-মুরগীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং তাদের এই কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়াও বড় বড় খামারিদের চিকিৎসাপত্র ও বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে