কচুয়ায় বিজ্ঞান মেলায় ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ প্রথম

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২; সময়: ৫:০৩ অপরাহ্ণ |
কচুয়ায় বিজ্ঞান মেলায় ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ প্রথম

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলা পর্যায়ে প্রজেক্ট উপস্থাপনে ১ম স্থান অর্জন করেছে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ।

উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।

পরে বিজ্ঞান মেলায় উপজেলা পর্যায়ে প্রজেক্ট উপস্থাপনে প্রথম স্থান অধিকার করায় ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ প্রজেক্ট উপস্থাপনে প্রথম স্থান অর্জন করায় কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম ও গর্ভনিংবডির সভাপতি আলহাজ¦ গোলাম হোসেনসহ অন্যান্যরা শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান, ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের প্রভাষক রাশেদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে