শিবগঞ্জে কৃষক-কৃষানীরা পেলেন বীজ ও চারা

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২; সময়: ২:০২ অপরাহ্ণ |
শিবগঞ্জে কৃষক-কৃষানীরা পেলেন বীজ ও চারা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : ‘‘উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে- দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় শিবগঞ্জে অর্ধ শতাধিক কৃষক-কৃষানীর মাঝে মসুর, রসুন, খেসারী ও চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড অফিস চত্বরে এই বীজ ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিআরডিবি কার্যালয়ের উপ-পরিচালক খাদেমুল বাসার। এতে স্বাগত বক্তা ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে