নতুন চাকরিতে যোগ দিচ্ছেন দুদকের শরীফ

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২; সময়: ১১:২৭ পূর্বাহ্ণ |
নতুন চাকরিতে যোগ দিচ্ছেন দুদকের শরীফ

পদ্মাটাইমস ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত হওয়া কর্মকর্তা শরীফ উদ্দিন আজ পশু চিকিৎসার এক বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দিচ্ছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে ৮০ হাজার টাকা মাসিক বেতনে ‘কারিগরি সেবা ও বিপণন বিভাগের প্রধান’ হিসেবে ওই প্রতিষ্ঠানের ঢাকা কার্যালয়ে যোগ দেবেন তিনি।

নতুন চাকরির বিষয়ে শরীফ উদ্দিন বলেন, ‘আমাকে নিয়ে খবর প্রকাশের পর অন্তত ৩৫ প্রতিষ্ঠান চাকরি দেওয়ার আগ্রহ দেখায়। অনেকে ফোন করেও প্রস্তাব দেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমার প্রাতিষ্ঠানিক পড়ালেখা ভেটেরিনারি মেডিসিন নিয়ে। এজন্য আমি ভেটেরিনারি ফার্মে বৃহস্পতিবার কাজে যোগ দেব।’

এদিকে, শরীফ উদ্দিনের ‘ক্ষমতার অপব্যবহার, হয়রানি, নির্যাতন ও মিথ্যাচারের’ প্রতিবাদে বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিন জন। তারা সবাই শরীফের করা দুর্নীতির মামলার আসামি।

সংবাদ সম্মেলন করা নিয়ে তিনি বলেন, ‘চাকরি জীবনে কখনও আমি অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপোস করিনি। অনিয়মের প্রমাণ পেলেই মামলা করেছি। এ কারণে রোষানলের শিকার হয়েছি।

আমার করা মামলার আসামিরা ভিত্তিহীন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করছেন। অনুসন্ধানে সত্যতা এবং দুদক অনুমোদন দেওয়ায় তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি। এখানে ব্যক্তিগত আক্রোশের কিছু নেই।’

উল্লেখ্য, ২০১১ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) পাস করেন শরীফ উদ্দিন। ২০১৪ সালের ১২ অক্টোবর তিনি দুদকে যোগদান করেন। এরপর গত বছর ১৬ ফেব্রুয়ারি শরীফকে চাকরিচ্যুত করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে