তানোরে এতিম খানায় বৈদ্যুতিক স্বর্ট সার্কিটে ব্যাপক ক্ষয়-ক্ষতি 

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২; সময়: ৫:৪১ অপরাহ্ণ |
তানোরে এতিম খানায় বৈদ্যুতিক স্বর্ট সার্কিটে ব্যাপক ক্ষয়-ক্ষতি 

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর সেন্দুকাই ইসলাহিয়া শিশু সদনের আবাসিক ভবনে (এতিম খানা) বৈদ্যুতিক স্বর্ট সার্কিটের অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এ ঘটনায় তানোর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

এই অগ্নিকান্ডে নগদ অর্থসহ ফ্রিজ, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ার পাশাপাশি দুই তলা বিশিষ্ট মাটির আবাসিক ভবনটি পুরোটাই নষ্ট হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে হঠাৎ বৈদ্যতিক স্বর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাতে মুহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।

এসময় শিক্ষক ও শিক্ষার্থী কেউ ঘরে ছিলো না, সবাই এতিম খানার পার্শ্বের মাদ্রাসায় ক্লাসে ছিলো। ফলে কেউ কোন ধরনের আহত হয়নি।

খবর দেওয়া হলে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরমাঝেই সব পুড়ে যায়।

এতিম খানার খাদেম ইমাম ওলিউল্লাহ বলেন, এই অগ্নিকান্ডে তার নিজের সকল শিক্ষা সনদসহ নগদ অর্থ পোষাকসহ ফ্রিজ, কম্পিউটার আসবাবপত্র, বেশ কয়েকটি ফ্যানসহ ঘরের সব কিছু মুহুর্তেই পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে তানোর ইসলাহিয়া শিশু সদনের পরিচালনা কমিটির সভাপতি গরীবের ডাক্তার নামে খ্যাত ডাক্তার আব্দুল হান্নান বলেন, হঠাৎ বৈদ্যতিক স্বর্ট সার্কিটের আগুনে পুড়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি বলেন, মাটির দুইতলা আবাসিক ভবনটির পুরোটাই নষ্ট হয়ে গেছে। ফলে এতিম শিশুরা কষ্টের মধ্যে রয়েছে। তিনি সরকারী সহায়তার পাশাপাশি সকলের সহযোগীতা কামনা করেছেন।

তানোর উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন বলেন, অগ্নিকান্ড ভষ্মীভূত এতিম খানা সরেজিমেন গিয়ে পরিদর্শন করেছি। ব্যাপক ক্ষয় ক্ষতির কথা স্বীকার করে তিনি বলেন,সরকারীভাবে সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ বলেন, অগ্নকান্ডে ক্ষতিগ্রস্থ্ শিশু সদনে সরকারীভাবে সব ধরনের সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে