মান্দায় ভোক্তা অধিকারের অভিযানে তিন ব্যবসায়ীর জরিমানা

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২; সময়: ৪:০৬ অপরাহ্ণ |
মান্দায় ভোক্তা অধিকারের অভিযানে তিন ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীর কাছ থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

বুধবার দুপুরে উপজেলার দেলুয়াবাড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক শামীম হোসেন জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহযোগিতায় বুধবার দেলুয়াবাড়ি বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে হাজী স্টোরের মালিক জাহাঙ্গীর আলমের ৩ হাজার টাকা ও শরীফ ট্রেডার্সের মালিক শুকুর আলীর এক হাজার টাকা এবং যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে শহিদুল ট্রেডার্সের মালিক শহিদুল ইসলামের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী পরিচালক শামীম হোসেন আরও বলেন, জনস্বার্থে আগামীতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক অলীক গোবিন্দ সরকার ও মান্দা থানা পুলিশের একটি অভিযানিক দল উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে