কেশরহাটে হামদ্ নাত ক্বিরাত ও হিফজ প্রতিযোগিতা

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২; সময়: ৮:০৬ অপরাহ্ণ |
কেশরহাটে হামদ্ নাত ক্বিরাত ও হিফজ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে হামদ্ নাত ও ক্বিরাত ও হিফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) দিনব্যাপী কেশরহাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ৩৩টি মাদ্রাসার শিশু হাফেজগণ অংশ নেন।

তাদের মধ্যে ক্বিরাতে ‘ক’ গ্রুপে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন পর্যায়ক্রমে লালোইচ হাসিবুর রহমান (লালোইচ), আহাদ হুসাইন (মারকাযুল ইসলামী মাদ্রাসা) মিজানুর রহমান (সিংগা, মান্দা)। এছাড়াও ‘খ’ গ্রুপে হাসিবুর রহমান (হরিদাগী উত্তরপাড়া), নুরুন্নবী (সাবই হাট, মান্দা), রিয়াদ হোসেন (হরিদাগাছি উত্তরপাড়া)। হামদ্ ও নাতে ‘ক’ গ্রুপে তানজিমুল (মতিহার), নাসিম (দর্শণপাড়া), মাহদী হাসান (ঘাসিগ্রাম) এবং ‘খ’ গ্রুপে নুরুন্নবী (সাবাই হাট), রায়হান (মতিহার), রিয়াদ (হরিদাগাছি)। হিফ্জতে রিফাত (সিংগা), আব্দুর রহমান (মহিষকুণ্ডি) ও ওবাইদুল্লাহ (রায়ঘাটি)।

অনুষ্ঠানে মাওলানা ইসলামইল আল হাছানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ। মাওলানা আমিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ, কেশরহাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা ইসাহাক আলী, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ব্যবসায়ী শরিফুল ইসলাম।

এসময় বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করেন, হাফেজ মাওলানা হাসান মামুন, হাফেজ ক্বারী জুয়েল রানা, হাফেজ হেলাল উদ্দিন ও হাফেজ মিজানুর রহমান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে