সংবাদ প্রকাশের পর শিবগঞ্জে বেঞ্চ পাচ্ছেন রশিদ মাস্টার

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২; সময়: ৭:৫৯ অপরাহ্ণ |
সংবাদ প্রকাশের পর শিবগঞ্জে বেঞ্চ পাচ্ছেন রশিদ মাস্টার

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জে ৩১ বছর আগে বাড়ির পেছনে মাটিতে চট বিছিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করেন আবদুর রশিদ মাস্টার। এখন বাড়ির বাইরে টিন দিয়ে দুটি ঘর করে প্রতিদিন শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে পড়ান তিনি। দোকানে ওষুধ বিক্রির আয়ে চলে তার সংসার।

তবে এ যুগে এসেও রশিদ মাস্টারের পাঠশালায় ছিলনা শিক্ষার্থীদের বসে পড়ার উঁচু-নিচু বেঞ্চ। এ নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে টনক পড়ে স্থানীয় প্রশাসনের। সোমবার রাতে রশিদ মাস্টারের পাঠশালা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।

এ সময় তিনি বলেন, রশিদ মাস্টারের পাঠশালা প্রশংসার দাবিদার। কিন্তু তার পাঠশালায় নেই শিক্ষার্থীদের বসে পড়ার বেঞ্চ। ফলে শীতে যেন শিক্ষার্থীদের কষ্ট না হয় সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিগগির বেঞ্চ উপহার দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য দেয়া হবে কম্বল।

এছাড়াও গুণী ব্যক্তি হিসেবে সম্মাননা দেওয়া হবে রশিদ মাস্টারকে। এতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে