মান্দায় বাল্যবিয়ে প্রতিরোধক সমন্বয় সভা

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২; সময়: ৫:০৩ অপরাহ্ণ |
মান্দায় বাল্যবিয়ে প্রতিরোধক সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

বেসরকারী সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলফ) এ সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল, মুক্তিযোদ্ধা আফসার আলী মণ্ডল, উপজেলা বণিক সমবায় সমিতির সভাপতি আখতারুজ্জামান আল মনসুর, সেলফ নওগাঁ জেলা ব্যবস্থাপক আবু সায়েম, মান্দা শাখার এ্যাসোসিয়েট কর্মকর্তা চৈতন্য দেবনাথ প্রমূখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে