মহাদেবপুরে অবৈধভাবে বাজার উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২; সময়: ৪:৩১ অপরাহ্ণ |
মহাদেবপুরে অবৈধভাবে বাজার উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে অবৈধভাবে পেঁয়াজ ও মসলার বাজার উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা এ মানববন্ধনের আয়োজন করেন।

তারা বলেন, কোন রকম নোটিশ না দিয়ে তাদের অবৈধভাবে উচ্ছেদ করতে আসেন স্থানীয় প্রশাসন, এখানকার ক্ষুদ্র ব্যবসায়ীদের অধিকাংশই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন।

এছাড়া তারাও বিভিন্ন খরিদ্দারের নিকট অনেক টাকা বাকী দিয়ে রেখেছেন। তাই হঠাৎ তাদেরকে উচ্ছেদ করে দিলে তারা বিভিন্নভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।

এজন্য তারা সরকারি হাটের সেড না ভেঙে অন্য কোথাও সুপার মার্কেট নির্মাণ করে হাট বর্ধিত করার দাবী জানান।

ক্ষুদ্র ব্যবসায়ীদের এসব দোকানঘর উচ্ছেদ বন্ধের দাবী জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স.ম. জাহাঙ্গীর আলম তোতা, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, ক্ষুদ্র ব্যবসায়ী ময়েন উদ্দীন, ফয়জুল ইসলাম, লুৎফর রহমান, সেকেন্দার আলী প্রমূখ।

উল্লেখ্য যে, মহাদেবপুর বাজারের পিঁয়াজ হাটিতে প্রায় ১’শ জন ক্ষুদ্র ব্যবসায়ী দুই যুগেরও অধিক সময় ধরে বিভিন্ন ধরনের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন।

সেখানে একটি সুপার মার্কেট নির্মাণ করা হবে জানিয়ে মঙ্গলবার সকালে সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানোর চেষ্টা করে। পরে ব্যবসায়ীদের বাঁধার মুখে উচ্ছেদ অভিযান বন্ধ রাখেন তারা।

এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান বলেন, সরকারি হাটের জায়গায় নির্মিত সুপার মার্কেটে এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের অগ্রাধিকার ভিত্তিতে দোকান ঘর বরাদ্দ দেয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে