পবার শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২; সময়: ৩:৩৬ অপরাহ্ণ |
পবার শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে ।

গত ১৪ নভেম্বর এ বিদ্যালয়ে অধ্যায়নরত ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী রজনী আক্তারের বাবা রফিকুল ইসলাম এ অভিযোগ এনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগপত্র দেন।

অভিযোগ পত্রে ওই বিদ্যালয়ের কোনরুপ ভোট ছাড়াই মনগড়াভাবে অভিভাবক সদস্য নির্বাচনের অভিযোগ এবং এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ উত্থাপনসহ তাদের গঠিত ম্যানেজিং কমিটি সরজমিনে তদন্ত করে কমিটির কার্যক্রম স্থগিতের আবেদন জানানো হয়।

এ বিষয়ে শ্যামপুর ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মোক্তাদি বলেন, নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের জন্য সকল প্রস্তুতি নেওয়া হচ্ছিল কিন্তু হঠাৎ নির্বাচন ছাড়াই দেড় মাস আগেই যোগ্যলোক থাকা সত্বেও নিয়ম না মেনে অযোগ্যদের কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে । বিষয়টি খুবই দুঃখজনক। এটার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এ বিষয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যোনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে মোবfইল রিসিভ না করায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে