চারঘাটে প্রান্তিক কৃষকদের বীজ ও সার বিতরণ

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২; সময়: ২:৪০ অপরাহ্ণ |
চারঘাটে প্রান্তিক কৃষকদের বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : প্রধানমন্ত্রীর নিদের্শনায় কৃষি উৎপাদন অব্যহাত রাখার লক্ষ্যে ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসুচীর আওতায় রাজশাহীর চারঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জয়নাল আবেদীন প্রমুখ।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার বলেন, ৬টি ইউনিয়ন ও পৌরসভাসহ ৩ হাজার ৪শ জন প্রান্তিক কৃষককে কর্মসুচীর আওতায় সরিষা,গম, সূর্ষমুখী, ভুট্রা, খেসারীসহ শীতকালীন পিয়াজ,মুগ ও মসুর উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে