প্রক্সি হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তার ২

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২; সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ |
প্রক্সি হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের একটি আদালতে ভুয়া হাজিরা দিতে এসে গ্রেপ্তার করা হয়েছে জাবেদ আলী (৫৫) ও মুজাহিদ (২৪) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালতের বিচারক।

নির্বাচন পরবর্তী সহিংসতার ওই মামলায় ছেলের পরিবর্তে বাবা জাবেদ আলী ও বড় ভাইয়ের পরিবর্তে ছোট ভাই মুজাহিদ আদালতে হাজিরা দিতে গেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে নাটোরের ৪ নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত জাবেদ আলী ও তার ছেলে মুজাহিদ । তারা সবাই নাটোরের বড়াইগ্রাম উপজেলার গাড়ফা জেলেপাড়া এলাকার বাসিন্দা। এ ছাড়া জাবেদ আলীর দুই ছেলে জাকারিয়া (৩৫) ও তাইজুলের (২৫) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ইউপি নির্বাচন পরবর্তী সহিসংতার একটি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ছিল সোমবার। আসামিপক্ষের আইনজীবী মামলার ২৭ আসামির মধ্যে ২০ জনের হাজিরা দেন। আদালতে হাজিরার পর জাবেদ আলী ও মুজাহিদ নামের দুই ব্যক্তিকে কাঠগড়ায় পাওয়া যায়, যারা মামলার আসামি না। তখন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন।

পরে জানা যায়, জাবেদ আলী তার ছেলে তাইজুলের হয়ে হাজিরা দিতে এসেছেন। একই সঙ্গে মুজাহিদ তাঁর বড় ভাই জাকারিয়ার হয়ে হাজিরা দিতে এসেছেন।

বিষয়টি নিশ্চিত হওয়ার পরে বিচারক ভুয়া আসামিদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন এবং তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে হাজিরা দিতে না আসা ওপর দুই আসমী তাইজুল ও জাকারিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

সংশ্লিষ্ট আদালতের পেশকার রাজু আহম্মেদ জানান, আসামি না হয়েও আসামির পরিচয়ে আদালতে হাজির হওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তাছাড়া তাদের আইনজীবীকে এ ব্যাপারে কারণ দর্শানোর জন্য আদেশ দেওয়া হয়েছে।

কোট ইন্সপেক্টর রফিকুল ইসলাম আদালতে ভুয়া হাজিরা দিতে আসা দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে