অপ্রয়োজনীয় জি-মেইল অটো ডিলিট করার উপায়

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২; সময়: ১০:০৭ পূর্বাহ্ণ |
অপ্রয়োজনীয় জি-মেইল অটো ডিলিট করার উপায়

পদ্মাটাইমস ডেস্ক : অনলাইনে ছবি ও ডকুমেন্টস আদান-প্রদান করার সহজ মাধ্যম ই-মেইল। পৃথিবীতে যত ই-মেইল সেবাদাতা প্রতিষ্ঠান আছে তার মধ্যে জনপ্রিয় জিমেইল। এখনকার দিনে জিমেইল অ্যাকাউন্ট নেই এমন মানুষ মেলা ভার।

মেইল ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় , অনেক অপ্রয়োজনীয় ই-মেইল জমে যায়। সেগুলো আলাদা আলাদা করে ডিলিট করাটাও একটি ঝামেলাপূর্ণ বিষয়। কিন্তু আপনি কি জানেন চাইলেই একসঙ্গে সব অপ্রয়োজনীয় মেইল ডিলিট করতে পারেন?

চলুন জেনে নেওয়া যাক জিমেইলে এক সঙ্গে একাধিক অপ্রয়োজনীয় ই-মেইল কীভাবে ডিলিট করবেন—

জিমেইল অ্যাকাউন্টে ঢোকার পর সার্চ বারের ঠিক পাশে দেখতে পাবেন, ‘শো সার্চ অপশনস’ (Show Search Options)। এবার সেন্ডারের নামটি টাইপ করুন, তার জন্য আপনাকে যেতে হবে ‘ফ্রম’ (From) বক্সে।এবার ‘ক্রিয়েট ফিল্টার’ (Create Filter) অপশনটি সিলেক্ট করুন এবং পরবর্তীতে ‘ডিলিট ইট’ (Delete It) অপশনে ক্লিক করুন। এখন এই নির্দিষ্ট ফিল্টার থেকে ভবিষ্যতের সব ইমেইল স্বয়ংক্রিয় ভাবেই মুছে যাবে।

এভাবেই আপনার জিমেইল ইনবক্স থেকে অবাঞ্ছিত ইমেইলগুলো প্রতিরোধ করতে পারেন আবার ডিলিটও করতে পারবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে